আদালতকে জানিয়ে বিদেশ যেতে হবে ড. ইউনূসকে

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস  © ফাইল ছবি

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘন মামলায় বিদেশ যেতে আদালতকে জানাতে হবে। সোমবার (১৮ মার্চ) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। 

ড. ইউনূসসহ গ্রামীণ টেলিকমের চার শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে ছয় মাসে সাজার রায় ও আদেশ স্থগিতের আদেশ অবৈধ বলে বাতিল করেছেন হাইকোর্ট। ফলে ড. ইউনূসের ৬ মাসের সাজা বহাল থাকবে। 

আরো পড়ুন: জবি শিক্ষক দ্বীন ইসলাম ও শিক্ষার্থী আম্মানের রিমান্ড

আদালতে ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। আর কলকারখানা অধিদপ্তরের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।


সর্বশেষ সংবাদ