বেইলি রোডের আগুনে এত প্রাণহানির নেপথ্যে

বেইলি রোডে আগুনে পুড়ে যাওয়া ভবন
বেইলি রোডে আগুনে পুড়ে যাওয়া ভবন  © সংগৃহীত

রাজধানীর বেইলি রোডে আগুন লাগার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১ মার্চ) সকালে এ তথ্য জানিয়েছেন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম হেদায়েতুল ইসলাম। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। দ্বিতীয় তলার একটি রেস্টুরেন্ট থেকে আগুন লাগতে পারে।

জানা গেছে, ভবনটিতে কাচ্চি ভাই ছাড়াও অন্যান্য ফ্লোরেও রেস্টুরেন্ট ছিল। গ্যাস সিলিন্ডার রাখা ছিল সিঁড়িতে। আগুন লাগার পর এগুলো বিস্ফোরিত হওয়ায় কেউ নিচে নামতে পারেননি বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

আরো পড়ুন: বেইলি রোড ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৪৪

দগ্ধ হওয়ার চেয়ে অনেক মানুষ শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে জানান তিনি। ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ভবনের প্রতিটি ফ্লোরের সিঁড়িতে ছিল গ্যাস সিলিন্ডার, যা খুবই বিপজ্জনক। আগুন লাগলে সিলিন্ডার বিস্ফোরিত হয়। ভবনটা আগুনের চুল্লির মতো ছিল। ভবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল।


সর্বশেষ সংবাদ