বনানীতে চলছে ৩ দিনব্যাপী শীতকালীন মেগা মেলা

দেশের নারী উদ্যোক্তাদের পণ্য প্রদশর্নী ও বিক্রির জন্য 'এক্সক্লুসিভ অর্থী ফ্যাশন হাউজ'-এর আয়োজনে রাজধানীর বনানীতে চলছে তিন দিনব্যাপী শীতকালীন মেগা মেলা। 

রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে বনানীর ঢাকা সেনানিবাসের এমইএস কনভেনশন হলে শুরু হওয়া এ মেলা চলবে মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে এটি চলবে রাত ৮টা পর্যন্ত।

মেলায় বসা স্টলগুলো ঘুরে দেখা গেছে, দেশি-বিদেশি ও পার্বত্য এলাকায় তৈরি পোশাক, ব্লক-বাটিক থ্রি পিস, জুয়েলারি, কসমেটিক্স, স্কিন কেয়ার পণ্য, দেশি-বিদেশি আতর-পারফিউম, রকমারি ঘরোয়া খাবার, নিত্য ব্যবহার্য দ্রব্যাদিসহ নানা আকর্ষণীয় আধুনিক পণ্যের সমাহার। ক্রেতা ও দর্শনার্থীরা স্টলগুলো ঘুরেফিরে দেখছেন। কেউ বা তাদের প্রয়োজনীয় পণ্যটি দরদাম করে সংগ্রহ করছেন।

May be an image of 2 people and text

এখানে আসা ক্রেতা সারওয়ার চৌধুরী বলেন, মেলায় দেখেছি দেশি পণ্যগুলো উঠে এসেছে। এটি খুবই প্রশংসনীয়। এর মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা এগিয়ে যাবে। এমন উদ্যোগের মাধ্যমে দেশীয় উদ্যোক্তাদের সুযোগ দেওয়া হোক যাতে দেশীয় পণ্যগুলো সর্বস্তরের মানুষ হাতের নাগালের মধ্যে পেতে পারে।

সারা দেশের বিখ্যাত খাদ্য পণ্য নিয়ে মেলায় আসা টাওয়ার এগ্রো ফুডসের স্বত্বাধিকারী শওকত আলী বলেন, আমার স্টলে মূলত চা পাতা বেশি বিক্রি হচ্ছে। সিলেট থেকে সবচেয়ে সেরা চা বাগান থেকে আনা আমার এই পণ্যটি। আখের গুড়, মধুসহ অন্যান্য আইটেমগুলোও ভালোই বিক্রি হচ্ছে। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার সংগঠন সমাজ উন্নয়ন পরিষদের মাধ্যমে আমি সারাদেশে মুক্তিযোদ্ধাদের যেসব বেকার সন্তান আছেন তাদের কর্মসংস্থান সৃষ্টি করতেই এই উদ্যোগ নিয়েছি।

মেলায় আদিবাসী পোশাকের সমাহার নিয়ে আলা-ঝালা ফ্যাশনের উদ্যোক্তা সুবিত্রা চাকমা বলেন, ২০১৯ সাল থেকে অনলাইনে মার্কেট প্লেসে আমি আমার স্থানীয় পোশাকের ব্যবসাটি শুরু করি। এখানকার পণ্যগুলো আমি সারা দেশের আদিবাসী এলাকাগুলো থেকে সংগ্রহ করে মেলায় এনেছি।

May be an image of 5 people and text

রাজধানীর মিরপুরের কাস্টমাইজ কেক প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যালিমেন্ট টাচের কর্ণধার মাহমুদ হাসান রানা বলেন, মেলায় আসার মূল উদ্দেশ্য মূলত পরিচিতি বৃদ্ধি করা। জন্মদিন, বিবাহবার্ষিকীসহ বিভিন্ন উপলক্ষ্যে আমরা ক্রেতার চাহিদা অনুযায়ী কেক প্রস্তুত করে থাকি। যারা কেক কিনছেন তাদের আমরা মেম্বারশিপ কার্ডও উপহার দিচ্ছি। এর মাধ্যমে তারা বিশেষ ছাড়ে আমাদের পণ্য কিনতে পারবেন।

মুরাক্কাজের উদ্যোক্তা ইলিয়াস হোসাইন বলেন, আমি কাজ করছি পারফিউম নিয়ে। মূলত অ্যালকোহলমুক্ত পারফিউম বিক্রি করি আমি। এখানে আমার তৈরি সবচেয়ে ভালো মানের পারফিউম মুখাল্লাত। এতে ১০-১২ ধরনের ঘ্রাণের সংমিশ্রণ আছে। এই প্রতিষ্ঠানটির মাধ্যমে একদিকে যেমন আমার শখও পূরণ করছি, ব্যবসাটিও সামনে এগিয়ে নিতে পারছি।

মেলার আয়োজক প্রতিষ্ঠান এক্সক্লুসিভ অর্থী ফ্যাশন হাউজের কর্ণধার তাসলিমা খানম বলেন, ৩৭টি স্টলে মেলাটি সাজিয়েছি আমি। মেলার প্রথম দিনে ব্যাপক সাড়া পাচ্ছেন আগত স্টল মালিকরা। আশা করি এটি আরো বাড়বে আগামী দুদিনে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!