মেট্রোরেলে হাফ পাস আন্দোলনকারীদের ফার্মগেট দাঁড়াতে দেয়নি পুলিশ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫১ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫ PM
রাজধানী ঢাকার মেট্রোরেলে হাফ পাসের দাবিতে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনের সড়কে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি ছিল শিক্ষার্থীদের। রবিবার (০৪ ফেব্রুয়ারি) শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে আসলেও পুলিশের বাধার মুখে সেখানে দাঁড়াতে পারেননি তারা। পরে শিক্ষার্থীদের এ কর্মসূচি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে স্থানান্তর করা হয়েছে।
কর্মসূচির সমন্বয়ক ও মুখপাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ প্রিন্স বলেন, আজ সংসদ অধিবেশন থাকায় পুলিশের পক্ষ থেকে আমাদেরকে ফার্মগেট কর্মসূচি না করতে অনুরোধ করেছে। পরে পুলিশের অনুরোধে আমরা শাহবাগ চলে এসেছি।
তিনি বলেন, কিছুক্ষণের মধ্যে এখানে আমাদের কর্মসূচি শুরু করবো। রাজধানী ও এর আশেপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনের যোগ দিয়েছেন।
ফার্মগেটে শিক্ষার্থীদের কর্মসূচি নিয়ে পুলিশের তেজগাঁও বিভাগের এসআই মো. মিজানুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজকে সংসদ অধিবেশন রয়েছে। শিক্ষার্থীদের বুঝিয়ে বলেছি, আজকে যেন এখানে কর্মসূচি না করেন। আমাদের কথায় শিক্ষার্থীরা তাদের ভেন্যু স্থানান্ত করেছে।
এর আগে, গত ৩০ জানুয়ারি এ কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। কর্মসূচি সফল করতে অনলাইনে ‘‘মেট্রোরেলে হাফ পাস চাই’’ শিরোনামে একটি ইভেন্ট খুলেছেন তারা। সেখানে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার শিক্ষার্থী দাবির পক্ষে সম্মতি দিয়েছেন।
শিক্ষার্থীদের পক্ষ থেকে এ সংক্রান্ত তিন দফা দাবি জানানো হয়েছে। এগুলো হলো- মেট্রোরেলে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করতে হবে; মেট্রোরেলে অতিরিক্ত ভাড়া কমাতে হবে ও সর্বনিম্ন ভাড়া ১০ টাকা করতে হবে; মেট্রোরেলে শিক্ষার্থীদের সহজে যাতায়াত সুবিধার্থে স্টুডেন্ট পাস দিতে হবে।