দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন করেছেন ৪০ জন প্রার্থী 

  © সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি, ভোটকেন্দ্র দখল, মারধর ইত্যাদি অভিযোগ এনে ভোট বর্জন করেছেন ৪০ জন প্রার্থী। এর মধ্যে জাতীয় পার্টি, তৃণমূল প্রার্থী, গণফোরামের প্রার্থী যেমন আছেন, তেমনি আছেন স্বতন্ত্র প্রার্থীরাও। তবে গণমাধ্যমে আসা ভোট বর্জনের খবরগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, সবচেয়ে বেশি ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির এবং স্বতন্ত্র প্রার্থীরা।

দেশের আট বিভাগের সাত বিভাগেরই কোনও না কোনও আসন থেকে প্রার্থীরা ভোট বর্জন করলেও ব্যতিক্রম শুধুমাত্রা বরিশাল। এই বিভাগ থেকে ভোট বর্জনের কোনো খবর পাওয়া যায় নি। এছাড়া, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, ঢাকা ও রংপুর বিভাগ থেকে ভোট বর্জনকারী প্রার্থীর সংখ্যা যথাক্রমে ১২ জন, আট জন, ছয়জন, পাঁচ জন, চার জন, তিন জন এবং দুই জন।

এই প্রার্থীদের সবাই রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকদের কাছে ভোট বর্জনের জন্য লিখিত আবেদন জমা দিয়েছেন। সেইসাথে, ফেইসবুক লাইভ এবং সংবাদ সম্মেলন ডেকেও নিজেদের সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন তারা। নির্বাচন বর্জনকারীদের অনেকে পুনরায় নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করেছেন।

তবে সর্বমোট কতজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য নির্বাচন কমিশন থেকে পাওয়া যায় নি। সূত্র: বিসিবি বাংলা


সর্বশেষ সংবাদ