গোপীবাগে ট্রেনে আগুন: দগ্ধ ৮ জনই আশঙ্কাজনক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৪, ১২:৩১ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৪, ০১:২৩ PM
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ হয়ে দুই শিশুসহ ৮ জন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। এদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসরা। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের সবার অবস্থা এখনও ঝুঁকিমুক্ত নয়।
শনিবার (০৬ জানুয়ারি) বার্ন ইনস্টিটিউটে ট্রেনে আগুনের ঘটনায় ভর্তি রোগীদের সর্বশেষ অবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এসব তথ্য জানান।
ডা. সামন্ত লাল সেন বলেন, ঢাকা-বেনাপোল ট্রেনে আগুনের ঘটনায় মোট ৮ জন আহত ব্যক্তি আমাদের হাসপাতালে ভর্তি রয়েছে। তারা ঝুঁকিমুক্ত নয়। সবারই শ্বাসনালী পুড়ে গেছে। ভর্তি রোগীদের মধ্যে একজন রোগীর সর্বোচ্চ ৮ শতাংশ বার্ন রয়েছে। তবে সবাই মানসিক ট্রমার মধ্যে রয়েছে। আমরা তাদের সর্বোচ্চ সেবা দিতে কাজ করে যাচ্ছি।
রোগীর অবস্থা তুলে ধরে তিনি বলেন, আসিফ মোহাম্মদ খান নামে একজন রোগীর শরীরে ৮ শতাংশ দগ্ধ হয়েছে। নাফিজ আলম নামে আরেকজনের ৫ শতাংশ পুড়েছে। এ দুজনসহ বাকিদের শ্বাসনালী পুড়ে গেছে। সবাইকেই আমরা পর্যবেক্ষণে রেখেছি। সব রোগীই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: ‘বাচ্চাসহ বউ পুড়ে গেছে আমি বের হয়ে আর কী করব’
এদিকে হাসপাতালটির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৮ জন রোগীর মধ্যে দুইজনের শরীর দগ্ধ হয়েছে। এর মধ্যে আসিফ মোহাম্মদ খানের (৩০) ৮ শতাংশ, নাফিস আলমের (২২) ৫ শতাংশ দগ্ধ রয়েছে। বাকিরা দগ্ধ না হলেও ধোঁয়াজনিত কারণে শ্বাসনালী পুড়ে গেছে। এর মধ্যে রেহান (৬) ও দিহান (১১) নামে দুই শিশুও রয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছাতে না পারায় আগুন বেশি ছড়িয়েছে। স্থানীয় লোকজন দ্রুত গিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। এ ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।