হরতালের সমর্থনে রাজধানীতে জামায়াতের মিছিল

  © সংগৃহীত

সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড ও মাদানী এভিনিউ এলাকায় মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর জামায়াতের নেতাকর্মীরা। সোমবার সন্ধ্যায় এই মিছিল অনুষ্ঠিত হয়।

সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে মোহাম্মাদপুর অঞ্চলের নেতাকর্মীরা মিছিল করেছেন। তাদের মিছিলটি মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীরা হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়। মোহাম্মদপুর মধ্য থানা আমীর  মশিউর রহমানের নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে ঢাকা মহানগর উত্তরের রামপুরা, বাড্ডা অঞ্চলের উদ্যোগে মাদানী এভিনিউ এলাকায় মিছিল করেছেন নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য মো. আব্দুল্লার।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!