প্রার্থিতা ফেরত পেতে আপিলের শুনানি শুরু আজ

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন   © সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা পেতে জমা দেওয়া মনোনয়নপত্র বাতিল হয়েছিল ৭৩১ জনের। রোববার (১০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশন ভবনে সিইসির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিশন এ আপিল নিষ্পত্তি শুনানি শুরু করে। যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

মনোনয়নপত্র জমা দেন দুই হাজার ৭১৬ জন। যাচাই-বাছাইয়ে বাদ পড়েন ৭৩১ প্রার্থী। শনিবার শেষ দিনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন ১৩০ জন। পাঁচ দিনে মোট আবেদন জমা পড়েছে ৫৬১টি।এদের মধ্যে অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। তাঁদের দাবি, মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করাই মূল চ্যালেঞ্জ। এ ছাড়া খেলাপি ঋণ ও তথ্য গরমিলের অভিযোগে বাদ পড়েছেন অনেকে।

ইসি সচিব জানান, রোববার থেকে এসব আবেদনের শুনানি শুরু হবে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে কোনো দল কর্মসূচি দিলে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবগত করা হবে। মন্ত্রণালয় যে পদক্ষেপ গ্রহণ করবে তার সঙ্গে যদি কমিশন কোনো পরামর্শ দেওয়া প্রয়োজন মনে করে, তাহলে তা দেওয়া হবে।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। আর ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণায় নামবেন প্রার্থীরা। আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence