অনেক ধনী দেশের তুলনায় বাংলাদেশ স্বস্তিতে আছে: শিক্ষামন্ত্রী 

বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি
বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি  © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি বলেছেন  বিশ্ব এখন বিরাট অর্থনৈতিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে। সেই ধাক্কা বাংলাদেশেও লেগেছে। কিন্তু তারপরেও অনেক ধনী দেশের তুলনায় বাংলাদেশ স্বস্তিতে আছে। সঠিক নেতৃত্ব পেয়েছি বলেই আমরা এখনো ভালো আছি। আর স্বস্তিতে আছি বলেই আবারও জনগণ শেখ হাসিনাকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দিবে।      

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে চাঁদপুর জেলার আউটার স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। দেশের তরুন প্রজন্ম যাতে স্মার্ট ও যোগ্য হয়ে গড়ে উঠতে পারে সেজন্য সকল ধরনের সুযোগ সৃষ্টি করেছেন। বর্তমান সরকার দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি মুক্তিযূদ্ধের চেতনা সমুন্নত রাখতে শিক্ষাসহ সামাজিক নানা সূচকে ইতিবাচক রূপান্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। 

শিক্ষামন্ত্রী আরও বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের জন্য তরুণদের উপযুক্ত করে গড়ে তুলতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ঘোষণা দিয়েছিলেন ২০২১ সালে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। এখন তিনি ঘোষণা দিয়েছেন ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী,ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।


সর্বশেষ সংবাদ