চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের নেতৃত্বে তামজিদ-দীপ্ত

আ.ন.ম. তামজিদ-দীপ্ত ভট্টাচার্য্য
আ.ন.ম. তামজিদ-দীপ্ত ভট্টাচার্য্য  © টিডিসি ফটো

চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের ২০২৩-২৪ সেবা বর্ষের নতুন কার্যকরী পর্ষদ ঘোষণা করা হয়েছে। গত রবিবার (২৬ নভেম্বর) যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম সিটি ইউনিটের কার্যালয়ে এই কমিটি ঘোষণা করা হয়। এতে আ.ন.ম. তামজিদ কে যুব প্রধান ও দীপ্ত ভট্টাচার্য্যকে সাংগঠনিক ও নিয়োগ বিভাগীয় প্রধান করে ১৫ সদস্যের কার্যকরী পর্ষদ ঘোষণা করা হয়।  

কমিটির অন্যান্যরা হচ্ছেন- সুজিত রুদ্র, মোজাহিদুল ইসলাম রানা,মো: নিজাম উদ্দিন,তন্ময় বড়ুয়া,মো. রকিবুল ইসলাম, মো. আছির হামিম,চৈতি মল্লিক,সানাউল্লাহ ভবন, চৈতী বড়ুয়া,সাদেক কবির রামিম,শুভজিৎ ভট্টাচার্য্য, নুর নাহার সাইদ,সাকিব নেওয়াজ। 

এই বিষয়ে নবনির্বাচিত যুব প্রধান আ.ন.ম. তামজিদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সেবাব্রতীকে লালন করে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট নগরী ও দেশের যে কোনো দুর্যোগ মোকাবিলায় কৃতিত্বের স্বাক্ষর রেখে এসেছে। এই ইউনিটের যুব প্রদান হিসেবে মনোনীত করায় সম্মানিত চেয়ারম্যান, কার্যকরী পরিষদের সকল সদস্য ও সিনিয়র ভাইদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগের ধারাবাহিকতায় ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল রাখার চেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।


সর্বশেষ সংবাদ