অবরোধের আগের রাতে যাত্রাবাড়ীতে বাসে আগুন, আহত ১

ফায়ার সার্ভিস থেকে দুইটি ইউনিট আগুন নির্বাপণ করেছে
ফায়ার সার্ভিস থেকে দুইটি ইউনিট আগুন নির্বাপণ করেছে  © সংগৃহীত

বিএনপির ডাকা ৬ষ্ঠ দফা অবরোধের আগের রাতে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস থেকে দুইটি ইউনিট আগুন নির্বাপণ করেছে।

তবে অগ্নিকাণ্ডে একজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ৮টা ৪০ মিনিটে বাসে আগুন দেওয়ার সংবাদ পাওয়া যায়। পরে পোস্তগোলা ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে দুই ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল আলম বলেন, রাইদা পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার একদিন বিরতি দিয়ে আগামীকাল বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের কর্মসূচি পালনের ডাক দিয়েছে বিএনপি। গত সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।


সর্বশেষ সংবাদ