নির্বাচন বানচালের চেষ্টা করলে শিক্ষা দিয়ে দেব: মোমেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৩, ০৭:৫২ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৩, ০৭:৫২ PM
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা কেউ করলে তাদের ‘শিক্ষা’ দিয়ে দেওয়া হবে হুশিয়ারি করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। দলীয় মনোনয়ন ফরম জমা দিতে রোববার বিকালে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাফসিল ঘোষণার পর থেকে দেশের মানুষের মধ্যে নির্বাচনমুখী জোয়ার এসেছে। দারুণ অনুপ্রেরণা এসেছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে। আর আমার দলের মূলনীতি হল আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।
তিনি বলেন, মানুষ এটা বিশ্বাস করে যে, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। এদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সব নির্বাচনে জয়লাভ করেই সরকার গঠন করেছে। কোনোদিন চোরা পথে সরকারে আসেনি।
আরও পড়ুন: মোস্তাফা জব্বার, ইয়াফেস ওসমান ও শামসুল আলমের পদত্যাগ
‘‘এবার আমরা প্রমাণ করব, বাঙালি জাতি নির্বাচনমুখী জাতি। যারা এই নির্বাচন বানচাল করার প্রচেষ্টায় ব্যস্ত, তাদের আমরা শিক্ষা দেব। অবশ্যই আমরা নির্বাচনে জয়লাভ করব।”
মোমেন বলেন, দেশবাসী নির্বাচন চায়, সেটা প্রমাণ হয়েছে। সেই দিনের অপেক্ষায় আছি, যেদিন প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা আবার সরকার গঠন করব এবং আমাদের যেসব অর্জন আমরা এখনও করতে পারিনি, সেগুলো অবশ্যই অর্জন করব।