পরিপত্র জারি

ডিসি-এসপি-কমিশনারদের বদলিতে অনুমতি লাগবে ইসির

নির্বাচন কমিশন ভবন
নির্বাচন কমিশন ভবন  © ফাইল ছবি

নির্বাচনী কর্মকর্তা ও কর্মচারীদের জেলার বাইরে বদলির আদেশ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া জেলা প্রশাসক (ডিসি), মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও এসপিদের বদলি করা যাবে না বলেও পরিপত্রে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন। পরিপত্রে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৪৪৬ অনুচ্ছেদের বিধান অনুসারে নির্বাচনী তফসিল ঘোষণার পর হতে নির্বাচনী ফলাফল ঘোষণার পরবর্তী ১৫ দিনের মধ্যে নির্বাচন কমিশনের পূর্বানুমতি ব্যতিরেকে কর্মকর্তাবৃন্দকে স্ব স্ব কর্মস্থল হতে বদলি না করার বিধান রয়েছে। বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডেপুটি কমিশনার, সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ বা এসপিদের বদলি করা যাবে না।

এছাড়া সংশ্লিষ্ট বিভাগ, জেলা বা মেট্রোপলিটন এলাকায় কর্মরত তাদের অধস্তন কর্মকর্তাকে কমিশনের সঙ্গে পূর্বালোচনা ব্যতীত বদলি করা যাবে না।

এ প্রসঙ্গে নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, তফসিল ঘোষণা করা হয়েছে। সে সময়ের আগে যদি বদলি বা পদোন্নতি দেওয়া হয়ে থাকে সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্ব। আইনে যে পদমর্যাদার কথা বলা আছে, সে পদমর্যাদার বদলির প্রস্তাব যদি কমিশনে আসে কমিশন অনাপত্তি জ্ঞাপন করতে পারে, আপত্তিও জ্ঞাপন করতে পারে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence