অবরোধের সমর্থনে রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের মিছিল
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৯:৩৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৪ PM
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চলমান অবরোধ কর্মসূচির সমর্থনে রাজধানীতে মিছিল করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল ৭টার দিকে সায়েদাবাদের জনপথ সড়কে মিছিল করে তারা। মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবার সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র
মিছিলে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান বিপ্লব, সর্দার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম সোহেল, জেড আই কামাল, আলাউদ্দিন জুয়েল, আমিনুল ইসলাম মোহসিন সাবেক ছাত্রনেতা দবির উদ্দিন তুষার, সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম সহ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, মাসুম ভুঁইয়া প্রমুখ।