মোহাম্মদপুরে যাত্রীদের নামতে বলে বাসে আগুন দিল দূর্বৃত্তরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১১:৩৩ AM , আপডেট: ২৯ অক্টোবর ২০২৩, ১১:৩৩ AM
রাজধানীর মোহাম্মাদপুরের টাউন হলের সামনে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে প্রজাপতি পরিবহনের একটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
বাসটির চালক জানান, কয়েকজন দুর্বৃত্ত চলন্ত বাসটিকে থামানোর সিগন্যাল দেয়। বাস থামানোর পর সব যাত্রীদের নেমে যেতে বলে তারা। এরপর তারা বাসটিতে আগুন দিয়ে দেয়।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। ঘটনাস্থলে অবস্থান করছে র্যাব ও পুলিশের সদস্যরা।
এর আগে রাজধানীর মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ের ১০০ গজ আগে স্বাধীন পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকাল সাড়ে ৫টার দিকে তিনজন ব্যক্তি আসে। তাদের মধ্য থেকে একজন পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় স্থানীয়রা একজনকে আটক করে। বর্তমান সে মোহাম্মদপুর থানায় রয়েছে।
এদিকে রাজধানীর বায়তুল মোকাৃররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহনের একটি বাসেও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। চলন্ত অবস্থায় বাসটিতে আগুন জ্বলতে দেখেছে জানিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা।
রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায় নি। ঘটনার পর পরই পুলিশ আসলেও কাউকে আটক করতে পারেনি তারা।
শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ‘পুলিশের হামলার প্রতিবাদে’ সারা দেশে রবিবার হরতাল পালন করছে বিএনপি-জামায়াত।