শিক্ষা কারিকুলাম বাতিলসহ আট দাবি অভিভাবক ফোরামের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০৮:৫১ AM , আপডেট: ১৩ অক্টোবর ২০২৩, ০৯:০৫ AM
নতুন শিক্ষা কারিকুলাম বাতিল ও পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনাসহ আট দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষা আন্দোলন সম্মিলিত অভিভাবক ফোরাম। আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে রাজধানীর প্রেসক্লাব এলাকায় মানববন্ধ ও আলোচনা সভা করা হবে।
ফোরামের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাব সংলগ্ন এলাকায় বেলা ৩টায় নতুন শিক্ষা কারিকুলাম বাতিল ও পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আরো পড়ুন: প্রাথমিকের প্রথম ধাপের শিক্ষক নিয়োগ পরীক্ষা ২৪ নভেম্বর
সম্মিলিত অভিভাবক ফোরামের আট দাবির মধ্যে রয়েছে-
১. নতুন শিক্ষা কারিকুলাম সংস্কার করতে হবে;
২. পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনতে হবে;
৩. মেধা যাচাই করতে হবে নম্বরের ভিত্তিতে;
৪. সব ব্যবহারিক বিষয় স্কুল থেকে সম্পন্ন করতে হবে;
৫. যেকোনো পরিবর্তন বা পরিমার্জন করলে অভিভাবক প্রতিনিধি রাখতে হবে;
৬. অযৌক্তিকভাবে পরীক্ষার ফি বাড়ানো যাবে না;
৭. পরবর্তী ক্লাসে পূর্ণ ভর্তি এবং রেজিস্ট্রেশন ফি নেওয়া যাবে না এবং
৮. বাস্তব সম্মত ও আধুনিক শিক্ষা পদ্ধতি প্রণয়ন করতে হবে।