নার্সিং কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩, ০৮:২৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
নড়াইল নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র যুবরাজ দাসের (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ অক্টোবর) দুপুরে জেলা শহরের ভওয়াখালী এলাকায় নার্সিং কলেজের পাশের ভাড়াবাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত যুবরাজ জেলার সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের গোপাল দাসের ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান। পুলিশ জানায়, নড়াইল নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র যুবরাজ দাস চার সহপাঠীর সঙ্গে কলেজের পাশের একটি ভাড়া বাসায় থেকে পড়াশোনা করতেন। আজ সকালে যুবরাজের কক্ষের বন্ধুরা ক্লাসে গেলেও তিনি সেখানে থেকে যান।
আরও পড়ুন: ঢাকা কলেজের হল থেকে ছাত্রলীগের ৬ কর্মী বহিষ্কার
দুপুরে বন্ধুরা বাসায় ফিরে কক্ষের দরজা বন্ধ পান। ডাকাডাকি করে না পেয়ে তাঁরা জানালা দিয়ে দেখতে পান যুবরাজ সিলিং ফ্যানের সঙ্গে দড়ি গলায় দিয়ে ঝুলন্ত অবস্থায় আছে। পরে তাঁরা খবর দিলে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি ওবাইদুর রহমান বলেন, ‘কক্ষ থেকে লাশ উদ্ধারের সময় পুলিশ যুবরাজের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। তাতে লেখা, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। বাবা-মা, ভাই-বোন আমি তোমাদের কাউকে খুশি করতে পারলাম না। ” এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।