সংসদে তরুণদের ২৫ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত জরুরি: ব্যারিস্টার শামীম

ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী  © টিডিসি ফটো

গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় সংসদে তরুণদের প্রতিনিধিত্ব কম। তাই তরুণদের চাওয়া আকাঙ্ক্ষার কথা সংসদে সেভাবে  উঠে আসে না। তরুণদের কথা বলতে সংসদে অন্তত ২৫শতাংশ তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা উচিৎ। 

বাংলাদেশ যুব ছায়া সংসদের আয়োজনে গ্লোবাল এলাইয়েন্স ফর ইম্প্রুভড নিউট্রেশন গেইনের পৃষ্ঠপোষকতায় গত বুধবার (২০ সেপ্টেম্বর) ৩ টায় পার্লামেন্ট মেম্বার ক্লাবের সভা কক্ষে “বাংলাদেশ জাতীয় সংসদ” শীর্ষক অনুষ্ঠিত পলিসি স্টাডি সার্কেল অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে তিনি  এসব কথা বলেন। 

তিনি বলেন, একজন ভালো সাংসদ ও জনগণের প্রতিনিধি হিসেবে গড়ে উঠতে তরুণদের বই পড়া, রাজনীতি সচেতন হওয়া, জনগণের সেবায় কাজ করার কোন বিকল্প নেই। 

তিনি সেসময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত তরুণদের সামনে সংসদের ইতিহাস, সংসদীয় গণতন্ত্র চর্চা, আইন প্রণয়ন, সংসদীয় রাজনীতি, তরুণদের অংশগ্রহণ, চ্যালেঞ্জ মোকাবেলা ইত্যাদি বিষয়ে বিস্তর আলোচনা করেন। তিনি আগামীর সম্ভাবনাময় তরুণ নেতৃত্ব কে জ্ঞানে, বুদ্ধিমত্তায়, জন কল্যাণে নিজেদের নিবেদিত করার আহ্বান জানান। সে সাথে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণদের ভোট প্রদানের ব্যাপারে আরও আগ্রহী হওয়ার উপদেশ দেন তিনি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গেইনের প্রোগ্রাম এসোসিয়েট মেহেদী হাসান বাপ্পি, হাঙ্গার ফ্রী ওয়ার্ল্ডের প্রোগ্রাম কো-অরডিনেটর গাজী আনিকা আসলাম, বাংলাদেশ ইয়ুথ প্লেজের প্রোগ্রাম অফিসার টিপু সুলতান সহ সারা দেশের ৩৫০ টি আসন থেকে বাছাইকৃত ৩০ জন যুব প্রতিনিধি এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। 

উল্লেখ্য, তরুণদের মধ্যে নেতৃত্ব বিকাশ, গণতান্ত্রিক চর্চা বৃদ্ধি, তারুণ্যের অগ্রযাত্রায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রণোদনা সৃষ্টির উদ্দেশ্যে মহান জাতীয় সংসদের আদলে ২০১৪ সাল থেকে যুব ছায়া সংসদ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় এবছর ছায়া সংসদ অধিবেশনের পাশাপাশি GAIN এর পৃষ্ঠপোষকতায়  Act4Food ক্যাম্পেইন, পলিসি স্টাডি সার্কেল, প্রশিক্ষণ কর্মশালা, উন্নয়ন মূলক প্রকল্প ইত্যাদি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন।


সর্বশেষ সংবাদ