অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেন না শরিফুল

বাবা-মায়ের সঙ্গে শরিফুল
বাবা-মায়ের সঙ্গে শরিফুল  © সংগৃহীত

শরিফুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন কি-না তা এখনো নিশ্চিত নয় তিনি। অর্থের অভাবে বাবা-মায়ের চিকিৎসা বন্ধ হয়ে রয়েছে। এ অবস্থায় তার বিশ্ববিদ্যালয়ে পড়া স্বপ্নের মতো মনে হচ্ছে। দিন মুজুরি করে এইচএসসি পর্যন্ত পড়া শরিফুলের উচ্চশিক্ষা গ্রহণের প্রধান বাধা হয়ে দাড়িয়েছে দ্রারিদ্রতা।

শরিফুল ইসলাম লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ভাতিটারী গ্রামের পঙ্গু রুহুল আমিনের ছেলে। আট বছর আগে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করেন শরিফুলের বাবা। কয়েক বছর যাবৎ তার মাও আলসারে ভুগছেন। এছাড়া দুই বোনের পড়ালেখার খরচসহ বাব-মায়ের চিকিৎসা করানো তার বড় ভাইয়ের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। এর মধ্যে শরিফুলের বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে সোনার হরিণে পরিণত হয়েছে।

জানা গেছে,  রুহুল আমিন ও সেফালী দম্পতির দুই ছেলেই মেধাবী। বাবা রুহুল আমিন দিনমজুর আর মা সেফালী বেগম কার্পেটিংয়ের শ্রমিক হিসেবে কাজ করে যা আয় হয় তা দিয়েই চলত তাদের সংসার। তাবে তারা অসুস্থ হওয়ার পর তাদের দুই ছেলে রাস্তায় কার্পেটিংয়ের কাজ করে সংসার চালায়। এসএসসি ও এইচএসসি পরিক্ষার ফরম পুরনের জন্যও করতে হয়েছিল ঋণ। এইচএসসির ঋণের টাকা পরীক্ষার পর কাজ করে পরিশোধ করেন। এমনকি অর্থ সংকটের ফলে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি শরিফুলের।

আরও পড়ুন: এআইয়ে বাড়ছে অপরাধ, নতুন আইনের কার্যকারিতা নিয়ে সংশয়

শরিফুল ইসলাম কাজের ফাঁকে লেখাপড়া করে স্থানীয় হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে ২০২০ সালে জিপিএ -৪.২৮ ও ২০২২ সালে বেগম কামরুন নেছা ডিগ্রী কলেজ থেকে জিপিএ ৪.৭৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপরই চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটে অংশ নিয়ে শরিফুল ইসলাম সংস্কৃত বিভাগে ভর্তির সুযোগ পান। লেখাপড়া করে এডমিন ক্যাডার হতে চাওয়া শরিফুল দেশের সেবায় নিয়জিত করতে চান শরিফুল।

এখন বড় ভাই সোহেল রানার কার্পেটিংয়ের কাজের আয়ে সংসার, মা-বাবার চিকিৎসা, ছোট দুই বোনের লেখাপড়া খরচ যোগাতে হিমশিম খেতে হয়। তার পক্ষে শরিফুলকে বিশ্ববিদ্যালয় পড়ানো অসম্ভব। এতে করে অনিশ্চিত হয়ে পড়েছে শরিফুলের লেখাপড়ার স্বপ্ন।

তবে শরিফুল নিজের স্বপ্ন পূরণের জন্য সব চেষ্টাই করতে চান। তাই নিজের লেখাপড়ার খরচ চালানোর জন্য সবার সহযোগিতা চান।


সর্বশেষ সংবাদ