চরফ্যাশনে অধ্যক্ষ মুঈনুদ্দীন’র রুহের মাগফেরাত কামনায় দোয়া

জামিয়াতুল মোদার্রেছীনের দোয়া মাহফিলে
জামিয়াতুল মোদার্রেছীনের দোয়া মাহফিলে  © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশনে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন চরফ্যাশন উপজেলা শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা মুঈনুদ্দীন এর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় চরফ্যাশন উপজেলা জামিয়াতুল মোদার্রেছীনের আয়োজনে চরফ্যাশন ভদ্র পাড়াস্থ উপজেলা জমিয়ত ভবনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপজেলা জামিয়াতুল মোদার্রেছীনের সভাপতি অধ্যক্ষ নিজাম উদ্দিন হুমায়ূন সরমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, ভোলা জেলা জমিয়তের সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক, সাধারন সম্পাদক মোবাশ্বেরুল হক নাঈম, লালমোহন ,বোরহানউদ্দিন ও তজমুদ্দিন শাখার জামিয়াতুল মুদার্রেছীনের সভাপতি ও সম্পাদকসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও চরফ্যাশন উপজেলার বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষক অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ