ডেঙ্গুতে আইডিয়ালের আরেক শিক্ষার্থীর মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০২:৫১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১১ AM
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আরও এক শিক্ষার্থী মারা গেছে। সোমবার (১৪ আগস্ট) রাজধানী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আফিয়া জাহান বনশ্রী শাখার তৃতীয় শ্রেণির ইংরেজি ভার্সনের ছাত্রী ছিল।
আফিয়া জাহানের বাবা আবুল কালাম আজাদ জানান, গত সপ্তাহে হঠাৎ মেয়ের জ্বর হয়। জ্বর বাড়তে থাকায় শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার তার মৃত্যু হয়।
আইডিয়াল স্কুলের সহকারী প্রধান শিক্ষক রুকনুজ্জামান শেখ জানান, আফিয়াসহ এখন পর্যন্ত তিনজন শিক্ষার্থী মারা গেছে। অফিয়ার অভিভাবকদের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি আফিয়া জাহান জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
এর আগে গত ১৬ ও ৩১ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।