কেরানীগঞ্জে কারখানায় আগুন, নিহত ৩
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৮:৪১ AM , আপডেট: ১৫ আগস্ট ২০২৩, ০৮:৪১ AM
কেরানীগঞ্জের গোবরবাগে রাসায়নিক একটি কারখানায় অগ্নিকাণ্ডে তিনজন নিহত হয়েছেন। সকাল সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) ভোর ৪টায় কালিন্দী ইউনিয়নের গদারবাগের এই কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছেন নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এ পর্যন্ত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।