‘চিকিৎসা অবহেলায়’ সাঈদীর মৃত্যু হয়েছে: আইনজীবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ০৯:৪৫ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৩, ১০:২৩ PM
দেশের হাসপাতালে চিকিৎসা অবহেলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। সাঈদীর মৃত্যুর পর সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাঈদীর আইনজীবি এ অভিযোগ করেন।
তিনি বলেন, সাঈদীর পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছিল। কিন্তু সে আবেদন মঞ্জুর করা হয়নি। আমরা চেয়েছিলাম, গতকাল অসুস্থ হওয়ার পর এ বিষয়টি আমরা বারবার করে বলেছিলাম। কিন্তু আমাদের কথায় কোনো গুরুত্ব দেওয়া হয়নি।
এর আগে এদিন রাত ৮টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গতকাল রোববার (১৩ আগস্ট) বিকেলে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাম্বুলেন্সে করে কাশিমপুর কারাগার থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বিএসএসএমইউতে পাঠানো হয়।
গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম রবিবার জানান, ‘তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন, দেলাওয়ার হোসাইন সাঈদী মাইল্ড হার্ট অ্যাটাক করেছেন। পরে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেফার্ড করেছেন চিকিৎসকরা। বিকালে জরুরি ভিত্তিতে তাকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়েছে।’