পান্না কায়সারের অবদান জাতি চিরদিন স্মরণ করবে: রাষ্ট্রপতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩, ০৫:১৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
সাবেক সংসদ সদস্য, শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের সহধর্মিণী অধ্যাপক পান্না কায়সারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শুক্রবার এক শোক বার্তায় রাষ্ট্রপ্রধান বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্য হিসেবে পান্না কায়সারের অবদান জাতি চিরদিন স্মরণ করবে।
রাষ্ট্রপতি তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শুক্রবার (৪ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে পান্না কায়সারের মৃত্যু হয়। তার মেয়ে শমী কায়সার মৃত্যুসংবাদটি নিশ্চিত করেছেন।
পান্না কায়সারের জন্ম ১৯৫০ সালের ২৫ মে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর শেষে তিনি বেগম বদরুন্নেসা কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন।
১৯৯৬-২০০১ সালের জাতীয় সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ছিলেন তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, গল্প-উপন্যাস ও শিশু সাহিত্য রচনা করেছেন তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় অবদান রাখার জন্য তাকে ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।