স্ত্রীর সঙ্গে অভিমানে রাইফেলের গুলিতে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

আধুনিক সদর হাসপাতাল, পঞ্চগড়
আধুনিক সদর হাসপাতাল, পঞ্চগড়  © ফাইল ছবি

স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজ রাইফেলে গুলিতে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। পঞ্চগড়ে মধ্যরাতে সোনালী ব্যাংকের ট্রেজারী ভোল্ট প্রহারার কাজে দায়িত্বরত অবস্থা মাথায় গুলি করে পুলিশ কনস্টেবল ফিরোজ আহমেদ (২৫)। বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে জেলা শহরের সোনালী ব্যাংকের ভেতরে এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে ওই পুলিশ সদস্য আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। 

নিহত পুলিশ কনস্টেবল ফিরোজ আহমেদ দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পলি মির্জাপুর আবতাবগঞ্জ এলাকার আবু সাঈদের ছেলে।

পুলিশ জানায়, রাত ২ টায় পঞ্চগড় সোনালী ব্যাংকের ভেতরে দায়িত্ব পালন অবস্থা নিজের চায়না রাইফেল দিয়ে মাথায় গুলি করেন ফিরোজ। গুলির শব্দ পেয়ে অন্য সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পুলিশ সুপার এস এম সিরাজুল হুদাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আসেন।

সদর থানা পুলিশের ওসি আব্দুল লতিফ মিঞা জানান, ধারাণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে ওই পুলিশ সদস্য নিজেই নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। নিহতের বাড়িতে খবর দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তে সত্যতা বেরিয়ে আসবে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। 


সর্বশেষ সংবাদ