দেড়-দুই কোটি টাকায় অফিস কিনতে চান নুর

নুরুল হক নুর
নুরুল হক নুর  © ফাইল ছবি

ভাড়া বকেয়া থাকায় রাজধানীর নয়া পল্টনের জামান টাওয়ারে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালায়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে ভবনের মালিক। গতকাল বৃহস্পতিবার এই তালা লাগানোর পর আজ শুক্রবারও কার্যালায়ের প্রধান ফটকে তালা ঝুলতে দেখা গেছে। এদিন সংগঠনটির নেতাকর্মীদের সেখানে ভিড় করতে দেখা গেছে।

বর্তমান এই পরিস্থিতিতে নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার অনুরোধ জানিয়ে আর্থিক সহযোগিতা চেয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দেড় থেকে দুই কোটি টাকায় রাজধানীর পল্টন কিংবা মতিঝিল এলাকায় ভালো মাপেরই একটি কার্যলয় ক্রয় করা যাবে বলে মনে করছেন নুর।

আজ ‍বিকেলে নিজের ফেসবুক পেজে এই সহযোগিতা চেয়ে একটি স্ট্যাটাসে এসব তথ্য জানান তিনি। নুর বলেন, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের রাজনৈতিক সংগ্রাম চলছে এবং চলবে। কোন প্রতিষ্ঠিত অপশক্তি কিংবা মাফিয়াদের কাছে আমরা পরাজয় বরণ করবো না।

নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ৫০০ মানুষ ১ হাজার করে টাকা দিয়ে সহযোগিতা করলে হবে ৫ লাখ; ৫০০ মানুষ ৫ হাজার করে টাকা দিয়ে সহযোগিতা করলে ২৫ লাখ; ১০০ মানুষ ১০ হাজার করে টাকা দিয়ে সহযোগিতা করলে ১০ লাখ; ১০০ মানুষ ২০ হাজার করে টাকা দিয়ে সহযোগিতা করলে ২০ লাখ; ১০০ মানুষ ৫০ হাজার করে টাকা দিয়ে সহযোগিতা করলে ৫০ লাখ; ৫০ জন মানুষ ১ লাখ করে টাকা দিয়ে সহযোগিতা করলে ৫০ লাখ— এভাবে দেড় থেকে দুই কোটি টাকায় পল্টন, মতিঝিল এলাকায় ভালো মাপেরই একটি কার্যলয় ক্রয় করা যাবে।

একইসঙ্গে কেউ সহযোগিতা করলে দুটি নম্বর দিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন নুর।

স্ট্যাটাসে নুর আরও বলেন, বয়স ও প্রতিকূল পরিস্থিতি বিবেচনায় চলার পথে আমাদের ছোটখাটো ভুলভ্রান্তি ক্ষমা করে সারা দেশের নেতাকর্মী, সমর্থক শুভাকাঙ্ক্ষী সকলকে গণঅধিকার পরিষদের এই সংকটে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জনগণের ভালোবাসা,সমর্থনে নিজস্ব শক্তি, সামর্থ্যেই এগিয়ে যাবো। আমরা হেরে গেলে থেমে যাবে এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের স্বপ্ন। আমরা হেরে যেতে আসিনি, বিজয় নিয়ে ঘরে ফিরতেই আমাদের জন্ম।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence