খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ জুন ২০২৩, ০৯:৩৮ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
সুনামগঞ্জের ছাতকে খালের পানিতে ডুবে তাইয়্যেবা বেগম (৮) ও তানজিনা বেগম (৬) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের উদ্ধার করতে গিয়ে আহত বড় বোন তাসকিয়া বেগমকে (১০) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৬ জুন) বিকেলে উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর মুসলিমকোনা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা ওই গ্রামের আবুল কালাম ময়নার মেয়ে।
আরও পড়ুন: জায়েদ খান মঞ্চে উঠতেই ‘ভুয়া’ চিৎকার দর্শকদের
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মৈশাপুর গ্রামের ময়না মিয়ার তিন মেয়ে দুপুরের খাবার খেয়ে একসঙ্গে ঘর থেকে খেলার উদ্দেশ্যে বের হয়। পরে তাদের এলাকার এক দাদা পাশের খাল পাড়ে শিশু তিনজনের কাপড় দেখতে পান। কাপড় দেখে মানুষ না পেয়ে পানির দিকে তাকালে পানি থেকে বুদবুদ উঠতে দেখেন। সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দিয়ে তিনজনকে উদ্ধার করেন।
পরে স্থানীরা তাদের ছাতক কৈতক হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তায়িবা ও তানজিনার মৃত্যু হয়। তারা মৈশাপুর কাজি আরিয়ানা জিসান উমাইয়া একাডেমির প্লে-গ্রুপের ছাত্রী। আর তাসকিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়। বর্তমানে সে আইসিইউ বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনার সত্যা স্বীকার করেছেন ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাইনুল জাকির।