নেত্রকোনায় সাংবাদিক হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

আব্দুল হান্নান
আব্দুল হান্নান  © টিডিসি ফটো

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক কলি হাসানকে পিটিয়ে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি আব্দুল হান্নানকে(৩৮) গ্রেফতার করেছে পুলিশ।

মামলা হওয়ার তিনদিনের মধ্যে  আজ (১৯ জুন) বিকেল ৩টার দিকে দুর্গাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খরস এলাকা থেকে তাকে গ্রেফতার করে।গ্রেফতার আব্দুল হান্নান(৩৮) দুর্গাপুর পৌরসভার খরস এলাকার আব্দুল হাকিমের ছেলে।

গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি শিবিরুল ইসলাম। তিনি বলেন,সোমবার(১৯ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের খরস এলাকা থেকে আসামি আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে এবং থানায় জিজ্ঞাসাবাদ চলছে।জিজ্ঞাসাবাদ শেষে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হবে।বাকী আসামীদের ও ধরতে অভিযান অব্যাহত আছে। 

উল্লেখ্য, গত ৯ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার টিচার্স লেন সংলগ্ন রাস্তায় উপর পরিকল্পিতভাবে কলি হাসানের পথরোধ করে অতর্কিত আক্রমণ করে দুর্গাপুর পৌরসভার খরস এলাকার আব্দুল হাকিমের ছেলে হান্নান মিয়া (৩৮) ও একই উপজেলার চন্ডিগড় ইউনিয়নের দিবারপাড়া এলাকার ইমাম হোসেনের ছেলে আসাদ (৩৭) সহ অজ্ঞাতনামা আরো ৩ জন। এসময় তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। তারা তখন এই সাংবাদিককে হত্যার হুমকি দিয়ে যায়। 

পরে ওই ঘটনায় গত   ১৬ জুন বিকালে ভুক্তভোগীর স্ত্রী সাজেদা আক্তার সাজু বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩ জনসহ মামলাটি দায়ের করেন।

কলি হাসান দীর্ঘ এক যুগেরও বেশি সময় যাবত সাংবাদিকতা করছেন।তিনি বর্তমানে দৈনিক আমাদের সময় দুর্গাপুর উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে ও দায়িত্ব পালন করছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence