বন্ধের মধ্যে পরীক্ষা, গরমে ৬ শিক্ষার্থী হাসপাতালে

হাসপাতালে চিকিৎসাধীন এক ছাত্রী
হাসপাতালে চিকিৎসাধীন এক ছাত্রী  © সংগৃহীত

বিদ্যালয় বন্ধ রাখার সরকারি নির্দেশনা অমান্য করে  পরীক্ষা নেয়ার সময় ছয় শিক্ষার্থী ও এক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার কানড়া মুকুল নিকেতন স্কুলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুকুল নিকেতন স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা চলছে। বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষা চলাকালীন প্রচণ্ড গরমে ষষ্ঠ থেকে দশম শ্রেণিপড়ুয়া ওই ছয় শিক্ষার্থী ও এক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাদেরকে হাসপাতালে নেয়া হয়।

মুকুল নিকেতন স্কুলের দশম শ্রেণির এক ছাত্র বলেন, সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। ২০ মিনিটের মধ্যে প্রচণ্ড গরমে কয়েক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বখতিয়ারা আক্তার সাংবাদিকদের বলেন, কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া বলা যাচ্ছে না। তবে এক শিক্ষার্থীর অসুস্থতা দেখে অন্য শিক্ষার্থীরা ভয়ে অসুস্থ হতে পারে।

বন্ধের মধ্যে পরীক্ষা নেয়া ভুল হয়েছে বলে দাবি করেছেন মুকুল নিকেতন স্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন। তবে বিষয়টি নিয়ে অন্য কোনো কথা বলতে রাজি হননি তিনি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ