শিক্ষা উপকরণের দাম না বাড়ানোর দাবি তোলা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি  © সংগৃহীত

গত বৃহস্পতিবার ২০২৩-২৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট অনুমোদন করেছে মন্ত্রীসভা। প্রস্তাবিত এ বাজেট অনুযায়ী নতুন অর্থবছরের কলমসহ বেশ কিছু শিক্ষা উপকরণের দাম বৃদ্ধি পাবে।

তবে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন বাজেট–পরবর্তী আলোচনায় শিক্ষা উপকরণের দাম না বাড়ানোর দাবি তোলা হবে। শনিবার (২ মে) দুপুরে চাঁদপুরের আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বাজেট ধারাবাহিকভাবে বরাদ্দ বাড়ছে। তবে চলতি বছরে জিডিপির হারে শিক্ষা খাতে বরাদ্দ কম। আমাদের যে মেগা প্রজেক্টগুলো চলছে, সেগুলোর কাজ শেষ হলে আমি বিশ্বাস করি শিক্ষা খাতে মেগা প্রকল্পের কাজ শুরু করা যাবে। শিক্ষাই হবে আমাদের মেগা প্রজেক্ট।

আরো পড়ুন: গুচ্ছের নতুন বর্ষের ক্লাস শুরু আগস্টে

দীপু মনি গবেষণা বাড়ানোর বিষয়ে বলেন, গবেষণায় বরাদ্দ রাখা হয়েছে। আশা করছি এ বছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা গবেষণা খাতকে গুরুত্ব দেবেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জে আর ওয়াদুদ টিপু, জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, কলেজ অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ।

পরে মন্ত্রী চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং সপ্তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।


সর্বশেষ সংবাদ