বগুড়ায় একটি বাড়িতে বিস্ফোরণ, আহত ১
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ জুন ২০২৩, ০১:১৬ PM , আপডেট: ০২ জুন ২০২৩, ০১:১৬ PM

বগুড়া শহরেরর একটি বাড়িতে ককটেল বিস্ফোরণে এক শ্রমিক আহত হয়েছেন। ঘটনার পরপরই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। ওই বাড়িতে ককটেল সাদৃশ্য আরও দুটি বস্তু দেখা গেছে। সেটি উদ্ধারের জন্য কাউন্টার টেরোরিজম ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে শহরের সূত্রাপুর এলাকার পৌর উচ্চ বিদ্যালয়ের পিছনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহত শ্রমিকের নাম আব্দুল বাছেদ। তিনি শাজাহানপুরের আতাইলের বাসিন্দা ও সিএনজিচালিত অটোরিকশার চালক। মাঝেমধ্যে নির্মাণ শ্রমিকের কাজও করেন বাছেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সূত্রাপুরের ওই বাড়িটি সাবেক জামায়াত নেতা মৃত দুলাল হোসেনের। তার মেয়ে সেলিনা আক্তার শিউলি মায়ের কাছে এই বাড়িটি ক্রয় করেন। সেলিনা শহরের সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। সেলিনা আক্তার মাকে নিয়ে সেখানেই তারা বসবাস করছিলেন। শুক্রবার সকালে হঠাৎ সেখানে বিকট শব্দে বিস্ফোরণ হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার জানান, ভবন নির্মাণের জন্য টিনশেড বাড়িটি ভেঙে ফেলার কাজ চলছিল। এ সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একজন আহত হন। ধারণা করা হচ্ছে ককটেল জাতীয় কোন কিছু বিস্ফোরিত হয়েছে।