পিরোজপুরে ৮ দিন ধরে নিখোঁজ ৪ ছাত্রী

মঠবাড়িয়া থানা
মঠবাড়িয়া থানা  © ফাইল ছবি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন চার ছাত্রী। রোববার (৩০ এপ্রিল) সকালে থেকে ওই চার ছাত্রী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজ ওই ছাত্রীদের অভিভাবকরা মঠবাড়িয়া থানায় পৃথক পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করছেন।

নিখোঁজ ছাত্রীরা হলো— মঠবাড়িয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ও উপজেলার সবুজনগর গ্রামের গনি মাঝির মেয়ে লিপি আক্তার, একই কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও সবুজনগর গ্রামের জাহাঙ্গীর মাঝির মেয়ে আমেনা আক্তার, মঠবাড়িয়া সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও মঠবাড়িয়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বায়েজিদ আহম্মেদের মেয়ে ফারিয়া সিদ্দিকা এবং গুলিসাখালী সগীর মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও দক্ষিণ গুলিসাখালী গ্রামের সাহাদাৎ মোল্লার মেয়ে মাহাফুজা আক্তার।

নিখোঁজ ছাত্রীদের অভিভাবকরা জানান, গত রোববার (৩০ এপ্রিল) সকালে বাড়ি থেকে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে বের হয়ে এখন পর্যন্ত ওই চার ছাত্রী নিখোঁজ রয়েছে। তাদের চারজনের একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ  সম্পর্ক রয়েছে। ছাত্রীরা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফুটবল ও উচ্চ লাফ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে কলেজছাত্রী লিপি, কলেজছাত্রী আমেনা ও স্কুলছাত্রী ফারিয়া সিদ্দিকা জেলা-বিভাগসহ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে।

আরো পড়ুন: ‘চরমোনাইয়ের সমালোচনা করায়’ রাশেদ খানকে হত্যার হুমকি

কলেজছাত্রী লিপি আক্তারের মা ফরিদা বেগম জানান, আমার মেয়ে ও মেয়ের বান্ধবী আমেনা আক্তার প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশগ্রহণের জন্য প্রায়ই বাড়ি থেকে বিভিন্ন স্থানে যেত। খেলাধুলা অংশগ্রহণ শেষে ২-৩ দিনের পর আবার চলে আসত। কিন্তু গত ৩০ এপ্রিল বাড়ি থেকে যাওয়ার পর তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

স্কুলছাত্রী মাহাফুজা আক্তারের বাবা শাহাদাৎ মোল্লা জানান, আমার মেয়ে নিখোঁজের কয়েক দিন আগে বেড়াতে গিয়ে সাত দিন পরও বাড়িতে এসেছে। তার মেয়ে গত ৩০ এপ্রিল সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। কিন্তু পরে আর বাড়িতে ফিরেনি এমনকি ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ আছে।

ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, ছাত্রী নিখোঁজের ঘটনায় থানায় পৃথক পৃথক ভাবে সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ছাত্রীদের উদ্ধারে তথ্য প্রযুক্তির ব্যবহার সহ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence