বন্ধুদের সঙ্গে পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল কলেজছাত্রের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০৭:৫২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:১৭ AM
পদ্মা নদীতে গোসল করতে নেমে রাজশাহীর বিনোদপুর এলাকার কমেলা হক ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র মাহিম রহমানের (১৭) মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৬ এপ্রিল) বিকাল ৪টার দিকে নগরীর কাজলার ফুলতলা এলাকার পদ্মা নদী থেকে মাহিমের লাশ উদ্ধার করা হয়েছে। মাহিম নগরীর কাজল সুইটের মোড় এলাকার মুশফিকুর রহমানের ছেলে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লতিফুর বারি বলেন, আজ দুপুর দেড়টার দিকে মাহিম, সিথিল ও আবিরসহ কয়েকজন বন্ধু নগরীর ফুলতলা এলাকায় পদ্মা নদীতে গোসল করতে যান। তবে মাহিম সাঁতার জানতেন না। গোসলের একপর্যায়ে মাহিম তলিয়ে যান। এ সময় বন্ধুরা চেষ্টা করেও তাকে পানি থেকে তুলতে পারেননি। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মাহিমের লাশ উদ্ধার করেন।’
নগরীর মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।