নিউ মার্কেটের আগুন: আহত হলেন যারা

নিউ মার্কেটের আগুন
নিউ মার্কেটের আগুন  © টিডিসি ফটো

আজ সকালে নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫জন ফায়ার কর্মী, ১ জন বিমান বাহিনীর সদস্য, ১ জন আনসার সদস্য, ১২জন দোকান কর্মচারী এবং ১ জন দোকান মালিকসহ মোট ৩০জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।

আহতরা হলেন-----
১। রাসেল (২২), ফায়ার সার্ভিস সদস্য।
২। শান্ত (২৪), ফায়ার সার্ভিস সদস্য।
৩। তৌফিক (২৩), ফায়ার সার্ভিস সদস্য।
৪। রাজন (২৫), ফায়ার সার্ভিস সদস্য।
৫। মিলন (২৬), ফায়ার সার্ভিস সদস্য।
৬। সজীব (২৫), ফায়ার সার্ভিস সদস্য।
৭। আরিফুল(২৬), ফায়ার সার্ভিস সদস্য।
৮। কামরুজ্জামান (২৫), ফায়ার সার্ভিস সদস্য
৯। শরিফুল (২৪), ফায়ার সার্ভিস সদস্য।
১০। রিফাত (২৩) ফায়ার ভলেন্টিয়ার 
১১। মো. সাব্বির (৩৩) ফায়ার সার্ভিসের ভলেন্টিয়ার।
১২। মো. সোহেল রানা (৩৫)ফায়ার সার্ভিস সদস্য
১৩। দিপজল (২৪)ফায়ার সার্ভিস সদস্য
১৪। রাজিব (৩০)ফায়ার সার্ভিস সদস্য
১৫। আলমগীর (৩৬) ফায়ার সার্ভিস সদস্য 
১৬। সার্জেন্ট আরাফাত (৩২), বিমান বাহিনীর সদস্য।
১৭। সবুজ (২০), আনসার সদস্য।
১৮। বায়জিদ (২৫), দোকান কর্মী।
১৯। হাসান (২০), দোকান কর্মী।
২০। লিমন (২৮), দোকান কর্মী।
২১। শাহ আলম (২০)দোকান কর্মী।
২২। কামাল হোসেন (৩৩), দোকান কর্মী।
২৩। জীবন (২২)দোকান কর্মচারী
২৪। জিসান (১৮) দোকান কর্মচারী
২৫। ইয়াসিন (২৪) দোকান কর্মচারী 
২৬। স্বপন (২৩), দোকান কর্মী।
২৭। মো. জীবন (৩০) ক্রোকারিজের দোকানদার।
২৮। ফিরোজ আলম (৩০), দোকান কর্মী।
২৯। সাফিন (১৮) দোকান কর্মচারী
৩০। ফারহান (২২) দোকান কর্মচারী
৩২। মনিরুজ্জামান (৩৩), সাংবাদিক, এটিএন নিউজ।
৩৩। ইমাম হোসেন আলী (২৬), দোকান মালিক।
৩৪। রাশেদ (৩০), দোকান কর্মী।
৩৫। সাব্বির (১৮), দোকান কর্মী।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, আপনারা জানেন যে আগের দুইটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপরে আমাদের বঙ্গবাজারে একটি বড় আগুনের ঘটনা ঘটলো। গতকাল রাতে একটি হাজারীবাগের ট্যানারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজকে ভোরে আবার এই নিউমার্কেটে আগুন লেগেছে। বিস্ফোরণের দুইটা ঘটনাতেই আমরা মামলা নিয়েছি। বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিস একটি তদন্ত কমিটি গঠন করেছে। আর আমরা ইন্টারনাল একটা তদন্ত করেছি। যদিও তদন্ত কমিটি করা হয়নি।

তিনি বলেন, আমাদের বিশেষজ্ঞরা বলছেন বিস্ফোরণের দুটি ঘটনা প্রাকৃতিক গ্যাস জমার কারণে এক্সিডেন্ট। কারণ আমাদের তদন্তে আমরা এখন পর্যন্ত কোন নাশকতার আলামত খুঁজে পাইনি। আর দুটি আগুনের ঘটনায় ফায়ার ব্রিগেড তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন দেখলে বুঝতে পারব এগুলো নাশকতা না দুর্ঘটনা।


সর্বশেষ সংবাদ