আগুনের ঘটনা তদন্ত করবে পুলিশ: ডিএমপি কমিশনার

কমিশনার খন্দকার গোলাম ফারুক
কমিশনার খন্দকার গোলাম ফারুক  © টিডিসি ফটো

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ফায়ার বিগ্রেড আগেই বলেছে মার্কেটগুলো ঝুঁকিপূর্ণ।এরকম অবস্থায় ছোট্ট দুর্ঘটনার। পুলিশের পক্ষ থেকে সবগুলো বিষয় মাথায় রেখেই তদন্ত করা হবে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোন কারণে সেগুলোও খতিয়ে দেখা হবে। 

শনিবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত নিউমার্কেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডে নাশকতার কোনো আলামত পুলিশ পায়নি। এটা নিছক দুর্ঘটনা।

আরও পড়ুন: পানি নিতে দেয়াল ভেঙ্গে দিয়েছে ঢাকা কলেজ প্রশাসন

এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। সকাল ৯টা ১০ মিনিটের দিকে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে সময় লাগবে।

সকাল সোয়া ১০টার দিকে করা ব্রিফিং তিনি বলেন, যেহেতু এখানে সব দাহ্য পদার্থ তাই আগুন পুরোপুরি নির্বাপণে আমাদের আরও সময় লাগবে। এখন আগুন পুরোপুরি নির্বাপন ও ডাম্পিং এর কাজ চলছে। যে কারণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে।

তিনি বলেন, বঙ্গবাজারের মতোই এখানে আগুনের অবস্থা। যেকারণে এখানে পুরোপুরি নির্বাপণে সময় লাগবে।


সর্বশেষ সংবাদ