পাঠ্যপুস্তকে জাফরুল্লাহ চৌধুরীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি ভিপি নুরের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ০২:৫২ PM , আপডেট: ১৩ এপ্রিল ২০২৩, ০২:৫২ PM
পাঠ্যপুস্তকে ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) কেন্দ্রীয় শহীদ মিনারে জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ দাবি জানান।
নুরুল হক বলেন, জাফরুল্লাহ চৌধুরীর জীবনী অতুলনীয় এবং অনুকরণীয়। এরকম একজন মহান ব্যক্তির জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানাই। তার জীবন মানুষকে অনুপ্রেরণা দেবে।
আরও পড়ুন: মঙ্গল শোভাযাত্রা দিয়েই শেষ হবে কুবির বর্ষবরণ।
তিনি বলেন, এরকম একজন মানুষ কীভাবে আজীবন এবং সমাজের জন্য কাজ করে গেছেন। তার জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে আমি মনে করি তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে।
এর আগে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। সেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে দুপুর ১টার আগে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর জানাজার উদ্দেশে সোহরাওয়ার্দী উদ্যানে নেওয়া হয়।