ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের উদ্বেগ

ডিজিটাল নিরাপত্তা আইন
ডিজিটাল নিরাপত্তা আইন  © সংগৃহীত

বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। শুক্রবার (৩০ মার্চ) যুক্তরাষ্ট্র এম্বাসির বাংলাদেশ স্টেট ডিপার্টমেন্টের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট-এর উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, আমরা (বাংলাদেশ) সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবহার নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা সংবাদপত্রের সদস্য-সহ সেবার জন্য) গণতন্ত্রের একটি অপরিহার্য উপাদান এবং নির্বাচনের বছরে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সংবাদপত্রের কোনো সদস্যকে তাদের কাজ করার জন্য হুমকি দেওয়া, হয়রানি করা, শারীরিকভাবে আক্রমণ করা বা গ্রেফতার করা উচিত নয়।

সম্প্রতি একটি সংবাদ প্রকাশের প্ররিপ্রেক্ষিতে সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের গ্রেফতার করা হয়। এ ব্যাপরে তার মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন উদ্বেগ প্রকাশ করেছে  ওভারসিজ করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওকাব)ও।

WhatsApp Image 2023-04-01 at 12-37-40 PM