শামসুজ্জামানকে তুলে নেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক: জাবিসাস

শামসুজ্জামান শামস
শামসুজ্জামান শামস  © সংগৃহীত

সাংবাদিক শামসুজ্জামান শামসকে বাসা থেকে সিআইডির পরিচয় দিয়ে তুলে নেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

বুধবার (২৯ মার্চ) বিকেলে জাবিসাসের সভাপতি মো. বেলাল হোসেন ও সাধারণ সম্পাদক আলকামা আজাদ এক যৌথ বিবৃতিতে শামসুজ্জামানের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন।

বিবৃতিতে জাবিসাস নেতারা বলেন, দায়িত্বশীল ব্যক্তিরা সরকার এবং রাষ্ট্রকে গুলিয়ে ফেলেছেন। সরকার যেখানে কতিপয় ব্যক্তি এবং রাষ্ট্র কতগুলো সুসংহত প্রতিষ্ঠানের সমষ্টি সেখানে কতিপয় ব্যক্তি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে নিজেদের খায়েশ মেটানোর চেষ্টা করছে। এই অপচেষ্টা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের কিনারে নিয়ে গিয়েছে। সেই সাথে রাষ্ট্রযন্ত্রকে ক্রমান্বয়ে কর্তৃত্ববাদী চরিত্রে রূপান্তর করেছে। এতে জনগণের ব্যক্তি স্বাধীনতা ও বাক স্বাধীনতার মতো সাংবিধানিক অধিকারকে খর্ব করছে। যার ফলশ্রুতিতে সাংবাদিকতার মতো পেশা আজ হুমকির মুখে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার ভোর চারটায় সিআইডি পরিচয়ে সাদা পোশাকের কয়েকজন ব্যক্তি এসে জাবিসাসের সাবেক সদস্য শামসুজ্জামানকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগানের বাসা থেকে তুলে নেয়।

জাবিসাস নেতৃবৃন্দ সংবিধানের দুইটি অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়ে অতিসত্বর শামসুজ্জামানকে নিরাপদে ও অক্ষত অবস্থায় নিঃশর্ত মুক্তি প্রদানের দাবি জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার অধ্যায়ের ৩৩ (১) নং অনুচ্ছেদে গ্রেপ্তারকৃত কোনো ব্যক্তিকে যথাসম্ভব গ্রেপ্তারের কারণ জ্ঞাপন না করে প্রহরায় আটক রাখা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। ৩৩ (২) অনুচ্ছেদে গ্রেপ্তারকৃত ও প্রহরায় আটক ব্যক্তিকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতের সামনে উপস্থাপন করে আইনগত অধিকার নিশ্চিতের কথা বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কয়েকদিন পরপরই সাংবাদিকদের উপর পুলিশি নির্যাতনের খবর পাওয়া যায়। শামসুজ্জামানকে তুলে নেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনাটি মানুষের লেখার ও কথা বলার স্বাধীনতা কেড়ে নিয়ে জনগণের মধ্যে ভীতির সঞ্চার করার পাঁয়তারা ছাড়া কিছুই নয়। তাকে অবিলম্বে মুক্তি না দেওয়া না হলে সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলন করা হবে।


সর্বশেষ সংবাদ