বিদেশি কূটনীতিকদের বাংলা শেখাতে ছয়মাসের কোর্স ফরেন সার্ভিস একাডেমির

ফরেন সার্ভিস একাডেমি
ফরেন সার্ভিস একাডেমি  © ফাইল ফটো

ভূ-রাজনীতিতে প্রতিনিয়ত গুরুত্ব বাড়ছে বাংলাদেশের। ফলে বিভিন্ন দেশের বাংলাদেশ নিয়ে আগ্রহও বাড়ছে। বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী দেশগুলো কূটনীতিকদের বাংলা ভাষা বুঝতে ও বলতে পারার দক্ষতা দেখে পাঠানো হচ্ছে ঢাকায়। এবার বিদেশি মিশনগুলোর কূটনীতিকদের সুবিধার্থে নতুন উদ্যোগ হা‌তে নিয়েছে ফরেন সার্ভিস একাডেমি। প্রথমবারের মতো কূটনীতিকদের জন্য বাংলা ভাষায় কোর্স চালু করতে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠানটি। 

আগামীকাল রবিবার (১২ মার্চ) প্রথম ব্যাচে প্রায় ১৩ বিদেশি কূটনীতিক নিয়ে চালু হবে কোর্সটি। কোর্সের মেয়াদ হবে ছয় মাস। কোর্সটিতে বিদেশি কূটনীতিকদের মূলত, বাংলা ভাষা বলতে পারা ও শুনে বুঝতে পারার ওপর বিশেষ জোর দেওয়া হবে।

এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মাশফি বিনতে শামস জানিয়েছেন, ফরেন সার্ভিস একাডেমিতে মাস্টার্স ডিগ্রি চালু করেছি। এখানে আমরা অনেক শর্ট কোর্স চালু করছি। আমরা নতুন একটা কাজ হাতে নিয়েছি, এখানে যারা বিদেশি কূটনীতিক আছেন; তাদের জন্য বাংলা ভাষার কোর্স চালু করছি।

তিনি জানান, আমাদের প্রথম ব্যাচ আগামী ১২ মার্চ থেকে শুরু হবে। এখানে আমরা যেটা করছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ইন্সটিটিউটের সঙ্গে আমরা একটা কোর্স করব। এটা সপ্তাহে দুইদিন হবে। এখানে যারা বিদেশি কূটনীতিক আছেন ও আমাদের যারা বিদেশি ট্রেইনি আছেন, তারা এই কোর্সে অংশ গ্রহণ করবেন। এটা ছয় মাসের একটা কোর্স হবে।

ছয় মাসব্যাপী কোর্সে বাংলা ভাষার কী কী বিষয়গুলো শেখানো হবে- এমন প্রশ্নে তিনি বলেন, এটা মূলত বেসিক কোর্স। আমরা প্রধানত তাদের (কূটনীতিকদের) বলা ও শোনাতে ফোকাস করব। কিছুটা রিডিং থাকবে, সঙ্গে যদি কিছুটা লেখাও শেখানো যায়।

এখন পর্যন্ত ঢাকার বিদেশি মিশনগুলোর ৬ কূটনীতিক বাংলা শেখার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এদের মধ্যে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও হাঙ্গেরি মিশনের কূটনীতিকরা রয়েছেন। প্রথম ব্যাচে প্রায় ১৩ জন কূটনীতিকদের মধ্যে মালদ্বীপ, নাইজেরিয়া, গাম্বিয়া, কেনিয়া ও ইরাকের পাঁচ ট্রেইনি কূটনীতিক এ কোর্সটি নে‌ওয়ার কথা রয়েছে।


সর্বশেষ সংবাদ