বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন কে, ধারণা পাওয়া যাবে আজ

রাষ্ট্রপতি নির্বাচনে আজ প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ
রাষ্ট্রপতি নির্বাচনে আজ প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ  © ফাইল ছবি

দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদের জন্য আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) প্রার্থী চূড়ান্ত করতে পারে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। জাতীয় সংসদে সন্ধ্যা সাড়ে ৭টায় সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠক হবে বলে জানা গেছে। জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় আওয়ামী লীগের প্রার্থীই হবেন ২২তম রাষ্ট্রপতি।

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে সভার বিষয়টি জানানো হয়েছে। দলটির কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে এ বৈঠক হবে। সভাপতিমণ্ডলীর প্রভাবশালী একজন সদস্য জানিয়েছেন, রাষ্ট্রপতি পদে কাকে সমর্থন দেওয়া হবে, এ নিয়ে কোনো ফোরামেই আলোচনা হয়নি। দলের সংসদীয় বৈঠকে এটি চূড়ান্ত করা হবে।

রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে যাঁদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মোস্তাফিজুর রহমান ফিজার, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, সাবেক উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দিক প্রমুখ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ আগামী ২৪ এপ্রিল শেষ হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিতে হবে ১২ ফেব্রুয়ারির মধ্যে। ১৩ ফেব্রুয়ারি যাচাই-বাছাই হবে। একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদে ভোট গ্রহণ হবে ১৯ ফেব্রুয়ারি। এতে ভোট দেবেন সংসদ সদস্যরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence