সরকারের পরিবর্তন চাইলে নির্বাচন করুন: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের  © ফাইল ছবি

বিএনপিকে নির্বাচনে আসার পরামর্শ দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রংপুরে আমাদের শোচনীয় পরাজয় হয়েছে তার পরও আমরা মেনে নিয়েছি। সরকারের পরিবর্তন চাইলে নির্বাচন করুন। জনগণ চাইলে আছি না চাইলে নাই। 

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাজধানীর সড়ক ভবনের মিলনায়তনে সড়ক ও জনপথ প্রকৌশল সমিতির ৩০তম সম্মেলনের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির আন্দোলন অশ্বডিম্বের মত। ৩০ ডিসেম্বরে বিএনপি ঘোড়ার ডিম পেড়েছে সামনে একই হবে।

আরও পড়ুন: ছাত্রলীগের ভাইদের প্রতি আমার আলাদা আবেগ কাজ করে : মাহি

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর রাষ্ট্রকে ভাবায়। নানা অজুহাতে বিদেশ যায়। কেউ কেউ কষ্টার্জিত টাকা বিদেশে পাচার করে। এদের আমরা ঘৃণা করি।

সৎ থাকার নির্দেশ দিয়ে তিনি বলেন,  ভালো কাজ করতে হবে। যে অপকর্ম করবে, মানসম্মত কাজ করবে না তার ব্যর্থতাতার ভার মৃত্যুর পর তাকে বহন করতে হবে। খারাপ কাজের ব্যর্থতা ছেলে মেয়েদের বহন করতে হবে। সৎ থাকার চেষ্টা করতে হবে, একটা মানুষের জন্য কত টাকা দরকার? আমাদের বিবেককে প্রশ্ন করার সময় এসেছে। 


সর্বশেষ সংবাদ