মেট্রোরেলের ভাড়ায় হাফ পাস পাবে না কেউ: সেতুমন্ত্রী

মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মন্ত্রী ওবায়দুল কাদের
মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মন্ত্রী ওবায়দুল কাদের  © সংগৃহীত

মেট্রোরেলে কোনো হাফ ভাড়া নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মেট্রোরেল পাস নিলে ১০ শতাংশ ছাড় মিলবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মেট্রোরেলে ৩৮ মিনিটে উত্তরা থেকে মতিঝিল যাওয়া যাবে। বৃহস্পতিবার আগারগাঁও থেকে উত্তরা ৬০ টাকায় যেতে পারবেন যাত্রীরা। কোন হাফ পাস নেই। যে ভাড়া নির্ধারণ হয়েছে তা যৌক্তিক।

আরো পড়ুন: রংপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু, ভোটার চার লাখ

দেশের প্রথম এ মেট্রোরেলের প্রতি কিলোমিটারের ভাড়া ৫ টাকা  নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। গত ৮ সেপ্টেম্বর তালিকাও প্রকাশ করা হয়। সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের বিনা ভাড়ায় এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য ছাড় দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ