রেলের ইঞ্জিন দেখতে বিদেশ যাচ্ছেন ৭ কর্মকর্তা

রেলের ইঞ্জিন
রেলের ইঞ্জিন  © সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হতে যাচ্ছে নতুন ২০টি ইঞ্জিন। তবে যুক্ত হওয়ার আগে তা দেখতে বিদেশ যাচ্ছেন রেলপথ মন্ত্রণালয় ও রেল বিভাগের সাত সদস্যের পরিদর্শক দল। গতকাল বুধবার একটি অফিস আদেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় যেখানে পরিদর্শক দলের বিদেশ যাওয়ার অনুমতি সংক্রান্ত বিষয় উল্লেখ ছিল।

ভারত অনুদান হিসেবে ২০টি ডিজেলচালিত ব্রড গেজ ইঞ্জিন (লোকোমোটিভ) দিচ্ছে বাংলাদেশকে। রেলওয়েকে চলতি মাসেই এসব ইঞ্জিন বুঝে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: অধ্যাপক ছাড়াই চলছে চার বেসরকারি বিশ্ববিদ্যালয়

আগামী বুধ অথবা বৃহস্পতিবার ইঞ্জিনগুলো বুঝে নেওয়ার আগে পরিদর্শন করতে ভারতে যেতে পারে প্রতিনিধিদলটি।
রেলপথ মন্ত্রণালয়ের ওই অফিস আদেশে বলা হয়, সাত সদস্যের প্রতিনিধিদল ১ ডিসেম্বর থেকে পাঁচ দিনের জন্য ভারতে সফর করতে পারবেন। অথবা এই তারিখের নিকটবর্তী কোনো সুবিধাজনক তারিখে যেতে পারবেন। পরিদর্শক দলের নেতৃত্ব দেবেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা অধিশাখা) শেখ সাকিল উদ্দিন আহমদ।

২০২০ সালে ভারত থেকে ১০টি ব্রড গেজ ইঞ্জিন অনুদান হিসেবে পায় বাংলাদেশ রেলওয়ে। ওই লোকোমোটিগুলো বর্তমানে পশ্চিমাঞ্চল রুটে চলাচল করছে।


সর্বশেষ সংবাদ