এইচএসসির জন্য কর্মসূচির সময় পরিবর্তনে বিএনপিকে আহবান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি

এইচএসসি পরীক্ষার জন্য বিএনপির কর্মসূচির সময় পরিবর্তনের আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। আসন্ন এইচএসসি পরীক্ষাকে গুরুত্ব দিয়ে এ আহবান জানিয়েছেন তিনি।

যশোরে আজ বুধবার (২৬ অক্টোবর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন দীপু মনি। আগামী ৬ নভেম্বর সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।

শিক্ষামন্ত্রী বলেন, দেশবাসী শান্তি ও স্থিতিশীলতা চায়। কিন্তু বিএনপি উল্টোটা করতে চায়। তাদের দাবির সঙ্গে জনগণের সম্পর্ক নেই। ফলে তাদের আন্দোলন গণআন্দোলনে রূপ নেবে না।

এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন। করোনা সংক্রমণ ও বন্যার কারণে সরকার প্রায় সাত মাস পর পরীক্ষা নিচ্ছে। এ বছরএইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৩ হাজার ৪৭ পরীক্ষার্থী অংশ নেবে। ২০২১ সালে ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন।


সর্বশেষ সংবাদ