এইচএসসির জন্য কর্মসূচির সময় পরিবর্তনে বিএনপিকে আহবান শিক্ষামন্ত্রীর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২, ১২:০৯ PM , আপডেট: ২৬ অক্টোবর ২০২২, ১২:৫৭ PM
এইচএসসি পরীক্ষার জন্য বিএনপির কর্মসূচির সময় পরিবর্তনের আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। আসন্ন এইচএসসি পরীক্ষাকে গুরুত্ব দিয়ে এ আহবান জানিয়েছেন তিনি।
যশোরে আজ বুধবার (২৬ অক্টোবর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন দীপু মনি। আগামী ৬ নভেম্বর সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে।
শিক্ষামন্ত্রী বলেন, দেশবাসী শান্তি ও স্থিতিশীলতা চায়। কিন্তু বিএনপি উল্টোটা করতে চায়। তাদের দাবির সঙ্গে জনগণের সম্পর্ক নেই। ফলে তাদের আন্দোলন গণআন্দোলনে রূপ নেবে না।
এবার পরীক্ষার্থী কমেছে ১ লাখ ৯৬ হাজার ২৮৩ জন। করোনা সংক্রমণ ও বন্যার কারণে সরকার প্রায় সাত মাস পর পরীক্ষা নিচ্ছে। এ বছরএইচএসসি ও সমমান পরীক্ষায় ১২ লাখ ৩ হাজার ৪৭ পরীক্ষার্থী অংশ নেবে। ২০২১ সালে ছিল ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন।