বাংলাদেশি তরুণের সঙ্গে আসামের অনুপ চেটিয়ার মেয়ের বিয়ে, পরিচয় মাস্টারমাইন্ড থেকে

বাঁয়ে অনুপ চেটিয়া।
বাঁয়ে অনুপ চেটিয়া।  © সংগৃহিত

বিচ্ছিন্নতাবাদী ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের (উলফা) অন্যতম প্রতিষ্ঠাতা অনুপ চেটিয়ার মেয়েকে বিয়ে করেছে বাংলাদেশি তরুণ অনির্বাণ চৌধুরী। দীর্ঘ প্রেমের সম্পর্কের পর গত ৩০ সেপ্টেম্বর তারা বিয়ে করেন। তবে বিয়ের আনুষ্ঠানিকতা হবে আগামী ৩০ নভেম্বর অস্ট্রেলিয়ায়।

অনুপ যখন বাংলাদেশের কারাগারে বন্দি, সে সময় তার মেয়ে বন্যা বড়ুয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সহপাঠী অনির্বাণ চৌধুরীর। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান হেরাল্ড।

প্রতিবেদনে বলা হয়েছে, তারা দুজন ঢাকার মাস্টারমাইন্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করতেন। বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বী যুবকের সঙ্গে বন্যা বড়ুয়ার বিয়ের ছবি নিজেই পোস্ট করেছেন উলফার সাধারণ সম্পাদক গোলাপ বড়ুয়া ওরফে অনুপ চেটিয়া। গত (৩০ সেপ্টেম্বর) আসামের জেরাইগাঁওয়ে অনুপ চেটিয়ার নিজের বাড়িতে বিয়ে সম্পন্ন হয় প্রেমিক যুগলের।

বৃহস্পতিবার ডেকান হেরাল্ডকে অনুপ চেটিয়া বলেন, ‘আমি জেলে থাকায় তাদের প্রেমের সম্পর্কের কথা জানতাম না। কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের বিপ্লবে যেভাবে সহায়তা করেছে সে জন্য আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা। তাই বিয়েতে আমাদের কোনও আপত্তি ছিল না’।

উল্লেখ্য, ১৯৭৯ সালে অনুপ চেটিয়া ও আসামের অন্য কয়েকজন যুবক মিলে অস্ত্র হাতে তুলে নিয়ে গঠন করে উলফা। প্রতিবেশী বাংলাদেশ থেকে আসামে বেআইনিভাবে অভিবাসন সমস্যার সমাধান চায় তারা। এ প্রসঙ্গে উলফা বলেছে, বাংলাদেশি বেআইনি অভিবাসীদের কারণে আসামের আদিবাসী জনগোষ্ঠীর পরিচয় হুমকিতে পড়ে। একপর্যায়ে সেনাবাহিনীর অভিযানে অনুপ চেটিয়াসহ উলফার একাধিক নেতা পালিয়ে বাংলাদেশে চলে আসেন। ১৯৯৭ সালে অনুপ চেটিয়া গ্রেফতার হন। দীর্ঘদিন কারাগারে থাকার পর তাকে ২০১৫ সালে ভারতে ফেরত পাঠায় বাংলাদেশ সরকার।

বাংলাদেশি তরুণের সঙ্গে নিজের মেয়ের বিয়ে প্রসঙ্গে অনুপ বলেন, সম্পর্কের জন্য আসাম ও বাংলাদেশের তরুণ-তরুণীদের আরও বিয়ে হওয়া উচিত। মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা আগামী ১৫ নভেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক মন্দিরে অনুষ্ঠিত হবে। সেখানেই তারা বসবাস করবেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence