বিদ্যুৎহীন দেশের তিন বিভাগ

বিদ্যুৎ খুটিঁ
বিদ্যুৎ খুটিঁ  © সংগৃহীত

জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে (যমুনা নদীর এপার) বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দেওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং খুলনার আংশিক এলাকা বিদ্যুৎহীন রয়েছে।

আজ মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে একযোগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। 

আরও পড়ুন: কৃষিগুচ্ছের ভর্তি ফি ১০ হাজার, সময়মতো না দিলে আসন বাতিল।

ফলে গত এক ঘণ্টা ধরে রাজধানী ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট অঞ্চলের বিস্তৃত এলাকায় বিদ্যুৎ নেই। কখন বিদ্যুৎ সরবরাহ শুরু হবে, তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ।

তবে গ্রিড বিপর্যয়ের কারণ ও সূত্রপাত কোথায় হয়েছে তা জানা যায়নি। আপাতত দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করছে পিজিসিবি। ঢাকার কাছে টঙ্গী পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চলে এসেছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে পিজিসিবি।


সর্বশেষ সংবাদ