সাফজয়ীদের সংবর্ধনায় এসে দুর্ঘটনায় নিহত স্কুলছাত্র

স্কুলছাত্র নিহত
স্কুলছাত্র নিহত  © প্রতিকী ছবি

রাঙ্গামাটিতে সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনা ও বরণের অনুষ্ঠানে এসে সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঘাগড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রের নাম লিটন চাকমা। সে ঘাগড়া ইউনিয়নের আরটিএম প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও রাজখালী গ্রামের সাধন প্রিয় চাকমার ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সাফজয়ী ফুটবলারদের বরণ ও সংবর্ধনায় ব্যস্ত ঘাগড়া এলাকাবাসী ও ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ। তারকাদের সংবর্ধনা জানাতে এলাকাবাসী, শিক্ষার্থী ও বিভিন্ন পেশা-শ্রেণির মানুষ জড়ো হয় ঘাগড়া বাজারে। এমন সময়ে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিমুখী একটি ওয়াগন গাড়ি দ্রুতগতিতে এসে এক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোর পাশে থাকা ওই স্কুলছাত্র গুরুতর আহত হলে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

আরও পড়ুন: বঙ্গবন্ধু স্যাটেলাইট-সূর্য একরেখায়, ৮ দিন সম্প্রচার বিঘ্নের আশঙ্কা।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শওকত আকবর খান জানান, বৃহস্পতিবার সকালে গুরুতর অবস্থায় এক ছাত্রকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিক্যালে রেফার করা হয়। সেখানে রাত ৩টার দিকে মারা যায় সে।

বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী জানান, ওই গাড়িচালককে আটক করা হয়েছে। কেউ যদি থানায় মামলা করেন, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ