পিতার ক্ষমতায় এমন কোনো অপকর্ম নেই, যা সাইফুল করে না
- হাসিবুর রেজা কল্লোল
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ১২:০২ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২৩, ১২:৪৩ PM
শিক্ষক দিবসের পরদিন ফেসবুকের নিউজফিডে ছড়িয়ে পড়া একটি ভিডিও দেখে স্তম্ভিত হয়ে গেলাম। চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা পত্রিকার সম্পাদকের পুত্র সাইফুল আমিন শীর্ষ মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষায় নকল করার সময় বাঁধা দিলে তার শিক্ষক হাফিজুর রহমানকে চড়-থাপ্পড় দেয়!
একজন শিক্ষকের সন্তান হিসেবে আমি ভাবতে গিয়ে শিউরে উঠছি। সন্তানতূল্য ছাত্রের এই আচরণ ওই শিক্ষককে সারাজীবনের জন্য অস্বাভাবিক করে রাখবে।
চুয়াডাঙ্গার একজন পরিচিত সাংবাদিককে ফোন করে ওই ছাত্র নামধারী দুর্বৃত্তের বিষয়ে জানলাম। পিতার ক্ষমতা দেখিয়ে এমন কোনো অপকর্ম নেই- যা এই ছেলে করে না!
আরও পড়ুন: পরীক্ষার খাতা কেড়ে নেওয়ায় শিক্ষককে ছাত্রের চড়-থাপ্পড়
চুয়াডাঙ্গার ঘটনাটিকে আমি বিচ্ছিন্ন কিছু মনে করি না। দেশের বিভিন্ন জেলার কিছু কিছু সম্পাদক-সাংবাদিক এবং তাদের পরিবারের লোকজন সাধারণ মানুষের সাথে যে আচরণ করেন তা চরম আতংকের বিষয়। পত্রিকা প্রকাশের নামে এরা বিভিন্ন ব্যবসার দোকান খুলেছে।
লেখক: সম্পাদক, মাল্টিমিডিয়া বিভাগ, দ্য ডেইলি স্টার