গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৬:০৩ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৮ AM
টানা মৃদু তাপপ্রবাহে অতিষ্ঠ রাজধানীবাসীকে স্বস্তি দিলো বৃষ্টি। ধূলিঝড়ের পর নেমেছে এই স্বস্তির বৃষ্টি। আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি। থেমে থেমে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। যদিও এর পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর।
বিকেলে রাজধানী বিভিন্ন এলাকার আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই আকাশে গুমোট পরিবেশ এবং ঝড় শুরু হয়। এর পর আশীর্বাদ হয়ে বৃষ্টি নামে। হালকা বৃষ্টি হলেও কিছু সময়ের মধ্যে এসব এলাকার বিভিন্ন সড়ক ভেজা দেখা গেছে। আবার অনেক এলাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।
এর আগে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, মাঝারি থেকে শক্তিশালী বৃষ্টিবলয়ের আওতায় প্রবেশ করেছে দেশের আবহাওয়া পরিস্থিতি। এর ফলে দেশের ৬০ থেকে ৭০ শতাংশ এলাকায় আগামী কিছুদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিডব্লিউওটি আরও জানায়, চলতি বছরের দ্বিতীয় ক্রান্তীয় বৃষ্টিবলয় এটি। যা আজ (১০ এপ্রিল) এবং আগামীকাল চট্টগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ বিভাগে বেশি সক্রিয় হতে পারে এবং ১৪ এপ্রিল থেকে দেশের অনেক এলাকায় সক্রিয় হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় থাকবে সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে। মাঝারি ধরনের সক্রিয় থাকবে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এবং কম সক্রিয় থাকবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশে।
এছাড়া রাজশাহী, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের জেলাসমূহে সকাল থেকে কালবৈশাখী ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে।