মাছের আশায় নদীতে স্বপ্ন খুঁজেন নদী পাড়ের নারীরা 

বাগেরহাটের মোংলা পশুরনদীর লাউডোপ ফেরি ঘাট এলাকায় মাছ ধরছেন এক নারী
বাগেরহাটের মোংলা পশুরনদীর লাউডোপ ফেরি ঘাট এলাকায় মাছ ধরছেন এক নারী  © এস এম মানজুরুল ইসলাম সাজিদ

নদীতে মাছ ধরে পরিবারের আমিষের চাহিদা পূরন করেন এই নারী। জলবায়ু পরিবর্তন , পানি দূষণ,লবানক্ত পানি বাড়ার কারনে আগের মত মাছ পান না। দীর্ঘ সময় লবানক্ত পানি ব্যবহারে নানা জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়েছেন তিনি। জীবনের কোন নিরাপত্তা নেই তাদের। নদী তীরবর্তী ও সুন্দরবনের কাছে হওয়ায় একদিকে ঝড়-জলোচ্ছ্বাসের তাণ্ডব থেকে ঘরবাড়িকে রক্ষা করার সংগ্রাম অন্যদিকে নিজেকে এবং নিজের সংসার টিকিয়ে রাখার সংগ্রাম।এছাড়া পুরুষতান্ত্রিক চিন্তা-চেতনা ও সমাজ ব্যবস্থার কারণে প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছেন।


সর্বশেষ সংবাদ